1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৯:২৮|

অত্যাধুনিক সিমুলেশন ল্যাবের উদ্বোধন বরিশাল শেবাচিমে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

মোঃ ছবুর হোসেন বরিশাল 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)-এ মেডিকেল শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য একটি অত্যাধুনিক সিমুলেশন ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ৮টি কক্ষের সমন্বয়ে নির্মিত এই ল্যাবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার।

এই সিমুলেশন ল্যাবে কৃত্রিম মানবদেহ ও বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার মতো প্রশিক্ষণ নিতে পারবে। এতে সিপিআর, নরমাল ডেলিভারি, বেসিক ও অ্যাডভান্স লাইফ সাপোর্টসহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতির ওপর বারবার চর্চা করা যাবে, যা বাস্তব রোগীর ওপর না করেও দক্ষতা অর্জনে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেবাচিমের উপাধ্যক্ষ ডা. রেফায়েতুল হায়দার, শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, সাধারণ সম্পাদক ডা. সিহাব উদ্দিন, ডা. মো. শফিকুল ইসলাম, ডা. আকবর কবির, ল্যাব পরিচালনা পর্ষদের সভাপতি ডা. চন্দনা সরকার, সদস্য ডা. ওয়াহিদা সুলতানা, ডা. মো. সাইফুল ইসলাম, ডা. রফিকুল বারী, ডা. হানিফ হাওলাদার, ডা. কাজল কান্তি দাস, ডা. জামিল হোসেন, ডা. রিয়াজ হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

ল্যাবে ব্যবহৃত কৃত্রিম মানবদেহে শিক্ষার্থীরা যে কাটাছেঁড়া করবে, তা কিছুক্ষণের মধ্যে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ফলে একাধিকবার অনুশীলনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। এই অনুশীলনের ফলাফল তৎক্ষণাৎ কম্পিউটার মনিটরে প্রদর্শিত হবে, যা শিক্ষার্থীদের শেখার কার্যকারিতা বহুগুণ বাড়াবে।

শিক্ষার্থী আবদুর রহমান বলেন, ‘ক্যাম্পাসেই এখন বাস্তবভিত্তিক প্রশিক্ষণের সুযোগ পেয়েছি। একাধিকবার চর্চার মাধ্যমে দক্ষতা অর্জন আমাদের অনেক সহজ হবে। উন্নত বিশ্বের মডেল অনুসরণে আমাদের শিক্ষা আরও গতিশীল হবে।’

অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার বলেন, ‘এই অত্যাধুনিক সরঞ্জাম ও প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা অল্প সময়ে কার্যকর প্রশিক্ষণ নিতে পারবে। ফলে ভবিষ্যতে তারা রোগীদের উন্নত ও নির্ভরযোগ্য সেবা দিতে সক্ষম হবে।

এই উদ্যোগ দেশের চিকিৎসা খাতে একটি বড় অগ্রগতি বলেই আমি মনে করি।’ শেবাচিমের এই আধুনিক উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি হাসপাতালে চাপ কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com