1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ২:৩৪|

আক্ষেপ ইন্দ্রাণীর স্বামীকে সন্তান সুখ না দিতে পারার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

বার্তা ডেক্স//

সিনেমা থেকে ছোট পর্দা, ক্যারিয়ারে সব মাধ্যমেই সাফল্য পেয়েছেন ভারতের বাঙালি অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। তবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো ‘অপুর সংসার’-এ এসে তিনি ‘মা’ না হতে পারার যন্ত্রণা নিয়ে কথা বলেছিলেন এই অভিনেত্রী।

অভিনেত্রীকে বলেছিলেন, তার জীবনের একটাই আফসোস রয়েছে। আর তা হচ্ছে- তিনি তার স্বামীকে সন্তানসুখ দিতে পারেননি।

শাশ্বত যখন ইন্দ্রাণীকে ‘বউ হিসেবে’ নিজেকে নম্বর দিতে বলেন, তখন ইন্দ্রাণী নিজেকে দেন ‘শূন্য’। এর কারণ সম্পর্কে অভিনেত্রী বলেন, আমি একদম বাজে বউ, স্বামীকে রান্না করে ভাত বেড়ে দেই না। স্বামী কলকাতার বাইরে থাকে, এখানে এলে আমি বলতে থাকি, এই আমি ভাত রেখে গেলাম, খেয়ে নিও। আমার দেরি হচ্ছে, আমি গেলাম গেলাম… আসলে আমি যৌথ পরিবারের মেয়ে, ওই ইচ্ছেটা আছে। কিন্তু শুটিংয়ের চাপে করেতে পারি না।

শুধু কি এটাই কারণ? জবাবে ইন্দ্রাণী বলেন, আরেকটা জিনিস যেটা আমি করতে পারিনি। যেটা বলতে আমার কোনো আপত্তি নেই। এখনও ভাবলে আফসোস হয়। ক্যারিয়ার, কাজ, দায়িত্ব পালন করতে গিয়ে সন্তানের জন্ম দেওয়া হয়নি। সেটা আমাদের দুজনের আফসোস।

একটা সময় সন্তান দত্তক নিতে চেয়েছিলেন ইন্দ্রাণী। তবে এতে একমত হননি তার স্বামী। তার কথায়, আমি একটা দত্তক নিতে চেয়েছিলাম, ভাস্কর রাজি হয়নি। আমার মনে হয় স্ত্রী হিসেবে আমি ভাস্করকে বাবা হওয়ার সুখটা দিতে পারতাম, কিন্তু সেই ব্যাপার আমি অক্ষম।

এদিকে ইন্দ্রাণী আরও জানান, তার আর ভাস্করের সংসারে সন্তান না থাকলেও এ নিয়ে তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। এই অভিনেত্রী বলেন, সন্তানের জন্ম না দেওয়ায়, আমাদের দুজনের মধ্যে কিন্তু কোনো সমস্যা ছিল না। আমরা ঠিক আছি। তবে এটা যেমন সত্যি, তেমন সন্তান না থাকার আফসোসও সত্যি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com