1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৩:০৯|

আন্তর্জাতিক গণমাধ্যম দিবসে র‍্যালি, গৌরনদীতে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধি//

“সত্যের পক্ষে কলম ধরো, ন্যায়ের পথে আলো জ্বালো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে গৌরনদী প্রেসক্লাব।

শনিবার সকাল ১০টায় গৌরনদী বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গৌরনদী প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

প্রেসক্লাবের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক জহুরুল ইসলাম জহির এবং সদস্য খোকন আহম্মেদ হীরা।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মো. রাজীব হোসেন বলেন, “গণমাধ্যম একটি জাতির দর্পণ। একটি সুস্থ ও কার্যকর গণতান্ত্রিক সমাজ গঠনে স্বাধীন, নিরপেক্ষ এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।” তিনি আরও বলেন, “সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় রাষ্ট্র ও সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

অন্যান্য বক্তারাও তাদের আলোচনায় আন্তর্জাতিক গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বলেন, গণতন্ত্রের বিকাশে সংবাদমাধ্যমের অবদান অনস্বীকার্য। তথ্যের অবাধ প্রবাহ, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে।

আলোচনায় অংশগ্রহণকারীরা সাংবাদিকদের অধিকার, দায়িত্ব এবং বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com