1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:১৩|

ইন্টার মায়ামিতে ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশায় মেসি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

ইন্টার মায়ামিতে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আর্জেন্টাইন তারকা বলেন, “আমি কিছুই জানি না।


অ্যাপল টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন মেসি, যখন তার দল অরল্যান্ডো সিটির বিপক্ষে ফ্লোরিডা ডার্বিতে ৩-০ গোলের বড় পরাজয় বরণ করে। এই হারের পরই সংবাদমাধ্যমে মেসির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় নতুন জল্পনা।

মেসির বর্তমান চুক্তি ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হবে, তবে চুক্তি নবায়ন নিয়ে তার নিরুত্তর অবস্থান আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র—দুই জায়গাতেই আলোচনার জন্ম দিয়েছে।

মাচেরানোর আশাবাদ

ইন্টার মায়ামি বর্তমানে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ছয় নম্বরে অবস্থান করছে। কিছুদিন আগেই তারা কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায় নিয়েছে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে।

এই পরিস্থিতিতে ক্লাবের কোচ হাভিয়ের মাচেরানো বলেন, “জর্দি আলবাকে পরবর্তী দুই বছরের জন্য দলে রাখা আমাদের স্থিতিশীলতা দেখানোর একটি দিক। একইসঙ্গে লিওকে নিয়েও আমরা কয়েক সপ্তাহের মধ্যে ইতিবাচক খবর আশা করছি। সে কেবল ক্লাব নয়, সমর্থক এবং এমএলএস—সবার জন্যই গুরুত্বপূর্ণ। ”

ইন্টার মায়ামিতে মেসির পরিসংখ্যান

২০২৩ সালের জুলাইয়ে ফ্রান্সের পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। ফ্রান্সে ক্লাবটির সমর্থকদের কাছ থেকে অপ্রত্যাশিত আচরণের পর যুক্তরাষ্ট্রের দিকে পাড়ি জমান তিনি। এখন পর্যন্ত তার পারফরম্যান্স বলছে: ৫৫ ম্যাচে ৪৪ গোল ও ২১ অ্যাসিস্ট, ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

ক্লাব প্রতিষ্ঠার (২০১৮) পর প্রথম দুটি শিরোপা: ২০২৩ লিগস কাপ এবং ২০২৪ সাপোর্টারস শিল্ড জয়।

রেফারিং নিয়ে ক্ষুব্ধ মেসি

ম্যাচের এক বিতর্কিত মুহূর্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মেসি। কলম্বিয়ান মিডফিল্ডার লুইস আংগুলোর ব্যাকপাস থেকে পেরুভিয়ান গোলরক্ষক পেদ্রো গায়েসে বল ধরেন। এটি নিয়মবিরুদ্ধ মনে করলেও রেফারি গোলটি অনুমোদন দেন।

মেসি বলেন, “খুব অদ্ভুত একটা মুহূর্ত ছিল। ওদের একজন খেলোয়াড় গোলকিপারের দিকে বল পাস করে, আর রেফারি নিজেই আমাকে বলেন তিনি নিয়ম জানেন না! তিনি বলেন, ‘আমার তা মনে হয়নি। ’ সেই বল থেকেই গোল হয়ে যায়। ”

তিনি যোগ করেন, “এই কথাগুলো অজুহাত নয়। তবে প্রায়ই দেখা যায়, রেফারিদের সিদ্ধান্তে কিছু না কিছু সমস্যা থেকেই যায়। এমএলএসের উচিত এসব বিষয়ে আরও মনোযোগী হওয়া। ”

চুক্তি নিয়ে কী ভাবছেন মেসি?

লিওনেল মেসি এখনো পরিস্কার করে কিছু বলেননি। তবে তার ‘আমি কিছুই জানি না’ মন্তব্যই যথেষ্ট ছিল আলোচনার পালে হাওয়া দিতে। মায়ামির মাটিতে ফুটবলপ্রেমীরা যেমন তাকে ধরে রাখতে চান, তেমনি ক্লাব এবং লিগও চায় এই মহাতারকাকে আরও কিছুদিন ধরে রাখতে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com