1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৮:৫০|

উত্তাল প্রেসক্লাব সালমান শাহর ভক্তদের স্লোগানে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমাদের এক দাবি, সালমান হত্যার বিচার চাই’ — স্লোগানে মুখর হয়ে উঠেছিল জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শত শত ভক্ত অংশ নেন। ব্যানার, পোস্টার ও সালমান শাহর ছবিতে মোড়া পুরো প্রেসক্লাব এলাকা যেন পরিণত হয় এক শোকাভিভূত প্রতিবাদের মিছিলে। কেউ চোখের পানি লুকাতে পারেননি, কেউ আবার একের পর এক স্লোগানে নিজের দাবি জানান দিয়েছেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের প্রিয় নায়ক সালমান শাহর হত্যার বিচার চাইতে। মামলার ১০ দিন পার হলেও এখনো কোনো অগ্রগতি নেই। প্রধান আসামি সামিরা হক ও অভিনেতা ডন প্রকাশ্যে ঘুরে বেড়াতেন, এখন তারা পালিয়ে গেছেন। যদি সত্যিই আত্মহত্যা হয়, তবে তারা পালালেন কেন?

তারা আরও বলেন, সালমান শাহ জীবিত অবস্থায় তিনবার হামলার শিকার হয়েছিলেন। প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন। একজন সফল, জনপ্রিয় ও পরিশ্রমী মানুষ আত্মহত্যা করতে পারেন না। রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুরক্ষা দেওয়া। কিন্তু তা না হয়ে এখন হত্যাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার ও বিচার প্রক্রিয়া শুরু না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে আমরণ অনশনেও যেতে প্রস্তুত আমরা।

সালমান শাহ ফ্যান ক্লাবের সদস্য সোহান বলেন, আমাদের আলমগীর কুমকুম মামা বলেছেন প্রয়োজনে এই মামলা আন্তর্জাতিক আদালতে— এমনকি আমেরিকা পর্যন্ত নিয়ে যাবেন। যতক্ষণ না সালমান শাহর হত্যাকারীরা আইনের আওতায় আসে, ততক্ষণ তার আত্মা শান্তি পাবে না।

মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্য দেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী। তিনি বলেন, আমাদের বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তিন দশক দেরিতে হলেও আমরা আশাবাদী, এবার সালমান শাহ হত্যার বিচার পাবো। আমি অনুরোধ করছি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হোক।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ। দীর্ঘ তিন দশক পরও তার মৃত্যুর বিচার হয়নি। সম্প্রতি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় নতুন করে যুক্ত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সাক্ষ্য, যা তদন্তে নতুন মোড় দিতে পারে বলে মনে করছেন তার ভক্তরা।

দেশজুড়ে আবারও তোলপাড় শুরু হয়েছে সালমান শাহর মৃত্যু ঘিরে। ভক্তদের একটাই দাবি— আমাদের প্রিয় নায়কের মা যেন জীবদ্দশায় ছেলের হত্যার বিচার দেখে যেতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com