1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৩২|

এবার কৃষি কাজ করতে চান বুবলী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। বর্তমানে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি খবরের শিরোনামে থাকেন তিনি।

এবার চমকপ্রদ তথ্য জানালেন এই চিত্রতারকা। বললেন, ভবিষ্যতে কৃষি কাজ করবো।
সামাজিকমাধ্যম ফেসবুক পেজে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেন বুবলী। এর ক্যাপশনে তিনি লেখেন, ভবিষ্যতে পুরো দমে কৃষি কাজ করবো। ফুল, ফলমূল, শাক সবজি চাষ করবো। হাঁস মুরগি, গরু ছাগল পালবো।

এই পোস্টে কৃষি কাজের প্রতি আগ্রহের কারণও এক লাইনে বলেছেন বুবলী। তার কথায়, প্রকৃতি একটু বেশীই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।

বুবলীর এমন ক্যাপশন ও ছবির নিচে শতশত ভক্তরা তাকে অভিনন্দন জানিয়েছেন। অধিকাংশই মন্তব্যে লেখেন, খুব ভালো উদ্যোগ।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’ । এছাড়া বর্তমানে এই নায়িকা শুটিং করছেন ‘শাপলা শালুক’ সিনেমার। এতে তার বিপরীতে আছেন আব্দুন নূর সজল। সম্প্রতি ভারতীয় সীমান্তঘেঁষা শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com