1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:৪৮|

কলাপাড়ায় খাল দখল মুক্ত করতে ইউ,এন,ও’র অভিযান।।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

ছগির হোসেন, কলাপাড়া//

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান শুরু হয়েছে।

রবিবার দুপুর ১২ টার দিকে পৌরশহরের এতিমখানা এবং রহমতপুর এলাকায় ৭টি স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইয়াসিন সাদেক উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম বলেন” ইতিমধ্যে এক সপ্তাহের সময় দিয়ে ১৪ জনকে নোটিশ দেয়া হয়েছিল। তারা নিজ উদ্যেগে অবৈধ এ স্থাপনা গুলো সরিয়ে না নেয়ায় পৌরকর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসন ওই স্থাপনা গুলো ভেঙ্গে দিচ্ছে। তবে পর্যায়ক্রমে চার কিলোমিটার খাল দখলমুক্ত করা হবে।

তিনি আরো বলেন’ আগে দেখতাম খালের পাড় দখল করে,আর এখন পুরো খাল দখল করছে। অবৈধ এ স্থাপনা উচ্চেদ করে খালের দু”পাড় বাঁধিয়ে দৃষ্টিনন্দন করা হবে। এজন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com