1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৯:৪৭|

খুলনার তেরখাদা থানা পুলিশের অভিযানে মাদকসহ ৬জন গ্রেফতার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

খুলনার তেরখাদা থানা পুলিশের অভিযানে মাদকসহ ৬জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা , তেরখাদা (খুলনা) //

খুলনা জেলার তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় এস আই রবীন্দ্র নাথ পোদ্দার ও পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বলর্দ্ধনা এলাকায় অভিযান চালিয়ে বলর্দ্ধনা বাজারের সুমনের দোকানের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ রবিউল শিকদার ( ২৭ ) কে গ্রেফতার করেন।

সে বলর্দ্বনা গ্রামের জাফর শিকদারের পুত্র। এ ব্যাপারে তেরখাদা থানায় মামলা হয়েছে। এছাড়া অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় অফিসার ফোর্স নিয়ে আজগড়া এলাকায় গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান পরিচালনা করে আজগড়া তিমির টিকাদারের দোকানের মধ্যে হতে জুয়া খেলা অবস্থায় ৫ জন জুয়াড়িকে আটক করেন।

অফিসার ইনচার্জ মেহেদী হাসান জুয়া খেলা অবস্থায় ১০৪ পিচ তাস, ১হাজার ৪শত টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত একটি খাতা উদ্ধার করেন।
এ ব্যাপারে পলাতক আসামীসহ ৬ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com