1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৩:১৩|

চার দফা দাবিতে বিদ্যুৎ সেবা চালু রেখে অবস্থান কর্মসূচি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী,

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) দুঃশাসন, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মঙ্গলবার (২’সেপ্টেম্বর) দুপুরে আয়োজকরা জানান, দীর্ঘ ৪৮ বছর ধরে আরইবির দুঃশাসন, বৈষম্য ও নিপীড়নের শিকার হয়ে আসছেন তারা। এ আন্দোলনের কারণে অনেক কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন, কেউ কেউ কারাগারে মানবেতর জীবনযাপন করেছেন, আবার কেউ বরখাস্ত ও হয়রানিমূলক বদলির শিকার হয়েছেন। এখনো একজন কর্মকর্তা কারাগারে বন্দী রয়েছেন বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা শপথ গ্রহণ করে বলেন, আরইবির জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বৈষম্যহীন নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন। একই সঙ্গে সত্য ও ন্যায়ের পথে থেকে কোনো সহকর্মী ক্ষতিগ্রস্ত হলে শেষ পর্যন্ত তার পাশে থাকারও অঙ্গীকার করেন তারা।
নেতৃবৃন্দ জানান, চার দফা দাবির এ আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থে নয়; বরং সকল কর্মকর্তা-কর্মচারীর প্রাতিষ্ঠানিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য। ভয়-ভীতি, ষড়যন্ত্র কিংবা দমন-পীড়ন তাদের ন্যায্য আন্দোলন থেকে সরাতে পারবে না বলে ঘোষণা দেন তারা।
চার দফা দাবির মধ্যে রয়েছে—বিদ্যুৎ কর্মীদের জন্য বৈষম্যহীন নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, হয়রানিমূলক বদলি, চাকরিচ্যুতি ও বরখাস্ত বন্ধ করা, কারাগারে বন্দী কর্মকর্তাকে মুক্তি প্রদান ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার, এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও অধিকার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com