
বার্তা ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করার পর কারাগারে প্রেরণ করা হয়েছে। উপজেলার কাঁচপুর পাঠাত্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কিশোর শিমুল হোসেন পাবনা জেলার ঈশ্বরদী এলাকার মো. শরীফ হোসেনের ছেলে। অভিযুক্ত কিশোর কাঁচপুর পাঠাত্তা এলাকায় একটি রিকশা গ্যারেজে কাজ করে আসছিল। সে একই এলাকার শাহাব উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। পুলিশ জানায়, পাঠাত্তা এলাকায় শিশুটিকে নিয়ে তার পরিবার ভাড়া বাড়িতে থাকে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ছয় বছর বয়সী ওই শিশুটিকে ঘরে রেখে তার বাবা-মা বাইরে যায়। এক পর্যায়ে কৌশলে কিশোর শিমুল ঘরে প্রবেশ করে শিশুটিকে জোড় করে টয়লেটের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে শিমুলকে আটক করলে স্থানীয়রা তাকে মারধর করে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত শিমুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বলে জানিয়ে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক রাশেদুল হাসান বলেন, শিশুর বাবার করা মামলায় শিমুলকে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।