1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ২:৪৯|

জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য ডেকে প্রতিপক্ষকে দিয়ে মারধরের অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দুই দফা হামলায় মোঃ রুবেল ও মোঃ হানিফ নামের দুই জন আহত হয়েছেন।
আহতরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা দাবি করেছেন জমির বিরোধ নিষ্পত্তির জন্য ডেকে নিয়ে তার ভাইকে দিয়ে মারধর করিয়েছেন মৌকরন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল চৌকিদার ।
গত বুধবার (৭ মে) সকাল সাড়ে ৮ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে।
এর আগে ইউপি সদস্য সাইদুল চৌকিদার বিরোধের জমিতে ডেকে নিয়ে তাদের মারধর করানোর অভিযোগ উঠে।
আহত মোঃ রুবেল বলেন, রশিদ চৌকিদারের কাছে থেকে ২০ শতাংশ জমি আমরা ক্রায় করছি। দুই বছর আগে ঐ জমিতে গাছ রোপণ করিলে ওই গাছ উপরে ফেলে দেয় ছালাম চৌকিদার। বুধবার সকালে ওই জমিতে কলাগাছ রোপণ করিলে বিরোধের সৃষ্টি হয়। পরে আমরা বাড়িতে চলে আসছি এবং বিষয়টি ইউপি সদস্যকে জানাই। সে আমাদেরকে ওই জমিতে ডেকে নিয়ে যায়। সেখানে তার সামনেই আমাদের মারধর করেন তার ভাই রবীদুলসহ আরো অনেকেই। পরে আমরা অটোরিকশায় পটুয়াখালী হাসপাতালে আসার পথে শ্রীরামপুর বাজারের মধ্যে পুনরায় মারধর করেন রবীদুল চৌকিদার, ইউপি সদস্য সাইদুল চৌকিদার, সুলতান চৌকিদার, সালাম চৌকিদার ও কালাম চৌকিদারসহ ১০/১৫ জন।
তিনি আরও বলেন, জমির এই বিরোধ নিষ্পত্তির জন্য দীর্ঘদিন ধরে ইউপি সদস্য সাইদুল চৌকিদারের কাছে একাধিকবার গিয়েছি। তিনি বিষয়টি নিষ্পত্তি না করে, তার ভাই ওই জমি জোরপূর্বক ভাবে ভোগ করতে থাকেন।
এবিষয়ে জানতে চাইলে রবীদুল বলেন, আমি কলাগাছ রোপণ করিছি এগুলো উপরে ফেলে দিছে তারা। তারা আমাকে মারধর করেছে আমিও হাসপাতালে ভর্তি হয়েছি।
এবিষয়ে জানতে চাইলে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল চৌকিদার মুঠোফোনে বলেন, ওরা আমার ভাইকে মারধর করেছে। আর বাজারে একটু হাতাহাতি হয়েছে,কারো তো মাথা ফাটেনি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, একটা অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com