বিনোদন ডেস্ক//
মাহমুদুর রহমান হিমির পরিচালনায় নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা। ‘মিথ্যে প্রেমের গল্প’র চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা।
ফারহান আহমেদ জোভান বলেন, ‘চরিত্রটা আমার জন্য একেবারেই ব্যতিক্রম। খুব শান্ত, গম্ভীর কিন্তু ভালোবাসার জন্য জীবন দিতেও দ্বিধা করে না। অভিনয়ের সময় নিজেকে চরিত্রটার সঙ্গে একাত্ম করে ফেলেছিলাম। দর্শকরা এটা দেখলে কাঁদবেন, ভাববেন- এমন ভালোবাসা আজকাল কোথায়?’
নাজনীন নাহার নিহা বলেন, ‘আয়াত চরিত্রে কাজ করা খুব আবেগঘন অভিজ্ঞতা। একটা মেয়ে যে নিজের সম্মান বাঁচাতে এক ভুল করে ফেলে, কিন্তু সত্যি বলতে পারে না- এই দ্বন্দ্বটা ভেতরে ভেতরে কুঁড়ে খায়। শানের আত্মত্যাগের পর আয়াতের চোখ খুলে যায়, কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। এ নাটকটা আমাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে।’
নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, ‘ভালোবাসা মানে কেবল প্রেমকাহিনি নয়- তাতে থাকে বিশ্বাস, আত্মত্যাগ আর একটি সময়ের পরিণতি। “মিথ্যে প্রেমের গল্প” বলতে চায় সেসব মানুষদের কথা, যারা ভালোবাসার জন্য নিঃশব্দে জীবন দিয়ে দেয়, অথচ সমাজ তাদের গল্প কখনো শোনে না।’
নির্মাতা জানান, আগামী ১৯ জুন ‘মিথ্যে প্রেমের গল্প’ মুক্তি পাবে ক্যাপিটাল ড্রামা’র ইউটিউব চ্যানেলে।