
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায় ) এর আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত
সাগর কুমার বাড়ই তেরখাদা , খুলনা থেকে //
বুধবার ( ২২ জানুয়ারি ~২০২৫ ইংরেজি ) সকাল সাড়ে ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উপজেলার পানতিতা গ্রামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায় ) এর আওতায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
তেরখাদা উপজেলা তথ্য সেবা অফিসার তাছলিমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার প্রিয়াংকর কুন্ডু , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী তথ্য সেবা অফিসার বনশ্রী বিশ্বাস। বৈঠকে পানতিতা এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারীরা উপস্থিত ছিলেন।