1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:২০|

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তিন বাহিনীর সাথে বৈঠক :প্রধান উপদেষ্টার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানকে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় রাজধানীসহ দেশের সর্বত্র নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। প্রেস উইং জানায়, উচ্চপর্যায়ের এই বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন পেশ করেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রাজধানীসহ দেশের সব জায়গায় স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এসময় বেশ কয়েকটি আলোচিত ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com