1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:২৪|

নন্দীগ্রামে হাইওয়ে থানার সামনে সিএনজি নিয়ে চালকদের মহাসড়ক অবরোধ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

 

ভ্রাম্ম্যমান প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামের কুন্দরহাট হাইওয়ে ফাঁড়ি থানার সামনে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করেছে সিএনজি চালিত অটোরিক্সা চালকরা।(২১ এপ্রিল)সোমবার দুপুরে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার সামনে সিএনজি নিয়ে আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে বগুড়া-নাটোর মহাসড়কে ওই সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।মহাসড়কে সিএনজি থামিয়ে টাকা নিয়ে সিএনজি ছেড়ে দেওয়া, টাকা না দিলে মামলা দেওয়া, অন্য উপজেলার সিএনজি চালকদের মামলা না দেওয়া সহ কুন্দারহাট হাইওয়ে থানার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে কুন্দারহাট হাইওয়ে থানার সামনে অবরোধ করেন সিএনজি চালকরা।দুপুর ১২টা থেকে হাইওয়ে থানার সামনে মহাসড়কে সিএনজি নিয়ে দাঁড়িয়ে পড়েন প্রায় ২০০ সিএনজি চালকরা। এসময় সিএনজি চালকরা হাইওয়ে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ এনে স্লোগান দিতে থাকেন।চালকদের অভিযোগ, গাড়ি দাঁড় করিয়ে টাকা নেন  কুন্দরহাট হাইওয়ে পুলিশ। টাকা না দিলে বিভিন্ন ধারায় মামলা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি চালক বলেন, আমার থেকে চাঁদা দাবী করে আমি চাঁদা না দেওয়ায় আমাকে মামলা দেয় । আরেক সিএনজি চালক  বলেন, আমার সিএনজি আটকানোর পরপর ২০০ টাকা নিয়ে তারপর সিএনজি যেতে দিয়েছে। চালকরা সিএনজি চালাতে গেলে তাদের টাকা দিতেই হয়। সাড়াদিনে যা ভাড়া মারি অর্ধেক তারা নিয়ে নেয় কীভাবে চলবো। এছাড়াও আর ও অনেক সিএনজি চালকরা বলেন, আমরা ওবায়দুল কাদেরের নিয়ম মানিনা, আওয়ামী লীগের নিয়ম মানিনা। আমরা স্বাধীনভাবে হয়রানি ছাড়া চলাচল করতে চাই।নন্দীগ্রাম কুন্দরহাট হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সিএনজি চালকদের থেকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার কোন ঘটনা ঘটেনি , একটি সিএনজিকে মামলা দেওয়া হয়েছে, যার কারণে তারা ইষান্বিত হয়ে সিএনজি দিয়ে মহাসড়ক অবরোধ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com