
ছবুর হোসেন, বরিশাল//
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রতিষ্ঠার ১৪ বছর পর প্রথম বারের মত ছাত্র সংসদ গঠনের খবরে ক্রিয়াশীল ছাত্র সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীদের মাঝে বইছে নির্বাচনী আমেজ।
সোমবার (৬ অক্টোবর) রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করে। এর পরপরই খবরটি ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে।
ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক পেজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু আলোচনা। তাদের দাবি অতিদ্রূত সময়ের ভিতর রোডম্যাপ ঘোষণা করে সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাক বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অপরদিকে ছাত্র সংসদ গঠনের খবরে ক্রিয়াশীল সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের সমূখের চায়ের দোকান থেকে শুরু করে ক্যাফেটেরিয়া, ভোলারোড গুলোতে রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আড্ডা দিতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগে কখনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় কোন গঠনতন্ত্র নেই। গঠনতন্ত্র তৈরি করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ছাত্র সংসদের একটা খসড়া গঠনতন্ত্র তৈরি করবে এবং পরবর্তীতে সেটা একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সভার মধ্য দিয়ে পাশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠাবে।
সোমবার প্রকাশিত হওয়া কমিটির সদস্য হলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন এবং আইন বিভাগের প্রভাষক ছোটন আলী।
কমিটির সদস্য আইন বিভাগের প্রভাষক ছোটন আলী বলেন, আমাদের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ। আমাদের কাজ হল কারা ভোট দিতে পারবে, কারা নির্বাচনের প্রার্থী হতে পারবে তা সহ পূর্ণাঙ্গ একটা গঠনতন্ত্র তৈরি করা। তিনি আরও বলেন, প্রয়োজনে শিক্ষার্থীদের সাথে বসে তাদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ের ভিতর গঠনতন্ত্র তৈরি করবে।
প্রকাশিত হওয়া কমিটির কাছে প্রত্যাশা ব্যক্ত করে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাবেক সদস্য আরিফ ইসলাম শান্ত বলেন, দেরিতে হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ছাত্র সংসদ গঠনতন্ত্রের উদ্যোগ নিয়েছে এজন্য ধন্যবাদ। তবে ছাত্র সংসদ নির্বাচনের আগে জুলাই আগস্টের হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। কারণ ছাত্র সংসদ নির্বাচন শুধু শিক্ষার্থীদের ভিতর সীমাবদ্ধ থাকে না। গোটা বিশ্ববিদ্যালয়ের সবার মধ্যেই ছড়িয়ে পড়ে। যার কারণে ছাত্রলীগসহ আওয়ামী ফ্যাসিস্টের বিচার না করতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করি না।
ছাত্রদলের আরেক সাবেক সদস্য মো.মোশাররফ হোসেন বলেন, গঠনতন্ত্র তৈরির কমিটি যেন শুধু খাতা কলমে না থেকে বাস্তবিক অর্থে একটা শিক্ষার্থী বান্ধব গঠনতন্ত্র তৈরি করে। তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো ছাত্রসংসদ নির্বাচনের পাশাপাশি ক্যাম্পাসে কাগজে কলমে ছাত্র রাজনীতি চালুর ব্যবস্থা করুক।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ভূমিকা সরকার বলেন, আমরা প্রত্যাশা করি বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এর একটা গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রনয়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত গ্রহণ ও এক্সিকিউশনের পুর্ণ ক্ষমতা নির্বাচিত ছাত্র সংসদের হাতে রাখার ব্যবস্থা করবে এই কমিটি।
অপর দিকে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ববি শাখার সভাপতি হাসিবুল হোসেন বলেন, ছাত্র সংসদ শিক্ষার্থীদের প্রাণের দাবি। শুধু তিন সদস্যের কমিটি দিয়েই কাজ যেনো কাজ শেষ হয়ে না যায়। দ্রুত অধ্যাদেশ জারির ব্যবস্থা গ্রহণ, নির্বাচনের রোডম্যাপ প্রকাশ। সে অনুযায়ী তফসিল ঘোষণা করে কাঙ্খিত নির্বাচন দিতে হবে ।
আরও পড়ুন: