বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত।
সুনিল সরকার পটুয়াখালী থেকে ।বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেলি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। রেলি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহামাদ
মাইনুল হাসান, প্রবাসী কল্যাণ ব্যাংক পটুয়াখালী জেলা শাখার ব্যবস্থাপক কেএম কামরুল হাসান প্রমুখ। আলোচনা শেষে পটুয়াখালী জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী কর্মী মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলামকে সম্মাননা করা হয়। পরে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয।
#