1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৩:২৫|

বেসামাল পর্যটকের সমুদ্রে ঝাঁপ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে অতিরিক্ত মদ্যপান করে গোসলে নেমে সোহেল রানা (৪৫) নামের এক পর্যটক তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক সৈকতে কর্মরত ফটোগ্রাফাররা তাকে জীবিত উদ্ধার করে এবং ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সোমবার (৭ জুলাই) বিকেলে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার ওই পর্যটকের বাড়ি গাইবান্ধায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যবয়সী এক পর্যটক গোসল করার জন্য সৈকতে আসেন। তখন তিনি পুরোপুরি মাতাল অবস্থায় ছিলেন। স্থানীয়রা সতর্ক করা সত্ত্বেও তিনি পানিতে নেমে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই স্রোতে তলিয়ে যান। বিষয়টি নজরে এলে সৈকতে কর্মরত ২ জন ফটোগ্রাফার দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করেন। পরে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তির মানিব্যাগে ভোটার আইডি কার্ডের তথ্য মতে তার নাম সোহেল রানা বলে জানা গেছে। তিনি গাইবান্ধার বাসিন্দা।

সৈকতের ফটোগ্রাফার রুমেল মিয়া সাংবাদিকদের বলেন, তিনি মাতাল অবস্থায় ছিলেন। উদ্ধার করার সময়ও তার মুখ থেকে মদের গন্ধ আসছিল। তিনি সমুদ্রে নামার আগে সৈকতে বেশকিছু সময় ধরে মাতলামি করেছে। এরপর হঠাৎ করে দেখলাম সমুদ্রের দিকে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো গোসল করবে,পরে দেখি সে তলিয়ে যাচ্ছে এবং তাৎক্ষণিক আমরা তাকে উদ্ধার করি।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ হোসেন বলেন, বিকেলে অতিরিক্ত মদ্যপ অবস্থায় সোহেল রানা নামের এক পর্যটককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, বিকেলে মদ্যপ অবস্থায় এক পর্যটককে সৈকত থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com