1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:১৭|

ব্রাজিলের দাপুটে জয় চিলিকে হারিয়ে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে ফুটবল খেলল ব্রাজিল। নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়াই মারাকানার মাঠে তারা ৩-০ গোলে চিলিকে পরাজিত করেছে। দলের হয়ে গোল করেছেন এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারায়েস।

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ৩৮ মিনিটে ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এস্তেভাও দুর্দান্ত শটে জালের দেখা পান। এর ঠিক পরেই বড় ধাক্কা খায় চিলি-অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের রক্ষণভাগের মূল খেলোয়াড় মারিপান। সংখ্যাগত ঘাটতিতে পড়ে দ্বিতীয়ার্ধে আর প্রতিরোধ গড়তে পারেনি অতিথিরা।

শেষার্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল। ৭২ মিনিটে লুকাস পাকেতা ব্যবধান বাড়ান। মাত্র চার মিনিট পর ব্রুনো গিমারায়েস তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন। বাকি সময়ে গোল না এলেও পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে সেলেকাওরা।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করল ব্রাজিল। বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত হওয়ায় এটি ছিল মূলত আত্মবিশ্বাস বাড়ানোর ম্যাচ। অন্যদিকে এই হারে চিলির বিশ্বকাপের আশা পুরোপুরি শেষ হয়ে গেল।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com