
মোঃ নাজমুল শেখ, মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের শিবচর উপজেলার চর ধুরাইল ইউনিয়নর দাসের চর গ্রামের মানব পাচারকারীর সম্রাট আলমগীর খাঁ এর খপ্পরে পড়ে, শিবচর উপজেলার দক্ষিণ বয়রা তলা ইউনিয়নের লপ্ত সরকারের চর গ্রামের মেহেদী হাসান,(১৯) একই উপজেলার দত্তপাড়া ইউনিয়নের, জাহিদ মোল্লা (২৪) একই উপজেলার নির্বাহী ইউনিয়নের দক্ষিণ চর কামাল কান্দি গ্রামের আবুু নাঈম একই উপজেলার দক্ষিণ বয়রা তলা ইউনিয়নের লপ্ত সরকারের চর গ্রামের জুয়েল মুন্সী (৩০) নামক যুবকদের ইতালি পাঠানোর কথা বলে উক্ত ৪ যুবকের অভিভাবকদের নিকট থেকে লোক প্রতি ৪১ লক্ষ্য টাকা করে মোট ১ কোটি ৬৩ লক্ষ্য ৫০ হাজার টাকা নেয়। কিন্তু ইতালি পাঠানোর কথা বলে গত ৭ মাস আগে দুবাই পাঠায়, ওখানে ১৫ দিন রাখার পর লিবিয়া পাঠায় এবং ওখানে নিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় । উক্ত মাফিয়া চক্র জন প্রতি ২৪ লক্ষ টাকা। মোট ৯৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। উল্লেখিত টাকা যত ক্ষণ পর্যন্ত না দেয়া হয় ততক্ষণ পর্যন্ত অমানসিক শারীরিক নির্যাতন করে এবং তাদের মেরে ফেলার হুমকি দেয়, মাফিয়া চক্র সেটা নির্যাতিতদের অভিভাবকদের ভিডিও কলের মাধ্যমে দেখায়। উক্ত ভিডিও কল দেখার পর ভয়ে উল্লেখিত ৪ ভুক্তভোগীর অভিভাবকগণ বাড়ি ঘর, জায়গা জমি বিক্রি করে ৯৬ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ভূক্তভোগীদের দেশে ফিরিয়ে আনে । বর্তমানে উল্লেখিত ৪ ভূক্তভোগীর পরিবার নিঃস্ব এবং কঠিন মানবেতর জীবন যাপন করছে। ভূক্তভোগীদের অভিভাবকগণ তাদের দেয়া সম্পূর্ণ টাকা ফেরত সহ মানব পাচারকারী চক্রের সম্রাট, আলমগীর খাঁ কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানিয়েছেন।আর এদিকে শিবচর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম এর কাছে উক্ত ঘটনা সম্পর্কে জানতে চাওয়া তিনি জানান, এব্যাপারে শিবচর থানায় মানব পাচার প্রতিরোধে ও দমন আইনে মামলা হয়েছে । আমরা আসামি দের গ্রেফতার করে আইন- আনুগ ব্যবস্থা নেওয়ার তৎপর রয়েছি