
সংবাদ ডেস্ক//
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। তারা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অবস্থান নিয়েছিলেন।
পরে সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার দুপুরে সচিবালয়ের গেটের প্রবেশমুখে ঢোকার চেষ্টা করেন তারা। প্রায় ৩০ মিনিট ধাক্কাধাক্কির পর পুলিশ জলকামানা ও গ্রেনেড নিক্ষেপ করে।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বলেন, শান্তিপূর্ণ মিছিল নিয়ে সচিবলায়ে যাচ্ছিলাম, আমরা সেখানে যাব এবং আমাদের দাবি নিয়ে কথা বলব। কিন্তু পুলিশ বাধা দিয়েছে।
আমাদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, এটা দুঃখজনক। আমাদের কানে মুখে জলকামান নিক্ষেপ করেছে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।