1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৯:৫২|

মেসি যা বললেন ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

দীর্ঘ প্রায় দুই দশকের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে এখনও নতুন কিছুর খোঁজে লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে ২০২২ সালের বিশ্বকাপ জয় করা এই মহাতারকা জানিয়েছেন, ২০২৬ সালে উত্তর আমেরিকায় হতে যাওয়া পরবর্তী বিশ্বকাপে খেলতে চান তিনি-তবে বয়স ও শারীরিক ফিটনেসই নির্ধারণ করবে তার ভূমিকা।

মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির সঙ্গে সম্প্রতি ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মেসি। আগামী জুনে ৩৯ বছরে পা দিলেও এখনই অবসরের কথা ভাবছেন না তিনি।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আটবারের ব্যালন ডি’অরজয়ী বলেন, আগামী বছর নিজের শারীরিক অবস্থা মূল্যায়ন করে এরপরই সিদ্ধান্ত নেবেন তিনি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না।

মেসি বলেন, ‘বিশ্বকাপে খেলা এক অসাধারণ বিষয় এবং আমি অবশ্যই সেখানে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি সেখানে থাকতে চাই, ভালো থাকতে চাই এবং যদি খেলি, তাহলে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। আগামী মৌসুমে ইন্টার মায়ামির সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হলে প্রতিদিন নিজের ফিটনেস ও অবস্থা মূল্যায়ন করব। দেখব আমি শতভাগ দিতে পারি কি না, দলে অবদান রাখতে পারি কি না-তখনই সিদ্ধান্ত নেব।’

মেসি আরও বলেন, ‘আমি সত্যিই উচ্ছ্বসিত, কারণ এটা তো বিশ্বকাপ! আমরা আগেরবার শিরোপা জিতেছি, আর এবার মাঠে নেমে সেটি রক্ষা করার সুযোগ পাওয়া দারুণ বিষয়। জাতীয় দলের হয়ে খেলাটা সবসময়ই স্বপ্নের মতো।’

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় মেসির। এরপর প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) খেলে ২০২৩ সালে যোগ দেন ইন্টার মায়ামিতে। তার আগমনে যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা নতুন করে বেড়েছে-বিশেষ করে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য পরবর্তী বিশ্বকাপের আগে এটি বড় প্রভাব ফেলেছে।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ক্লাব ও ব্যক্তিগত সাফল্য থাকলেও জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা ছিল না মেসির। অবশেষে ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে পূরণ করেন আজীবনের স্বপ্ন।

মেসি বলেন, ‘ওটা ছিল আমার জীবনের স্বপ্নপূরণ। সত্যি বলতে, সেটিই ছিল একমাত্র অর্জন যা আমার বাকি ছিল পেশাদার জীবনে। ব্যক্তিগত এবং ক্লাব পর্যায়ে আমি প্রায় সবকিছুই জিতেছিলাম বার্সেলোনার হয়ে। প্রতিটি খেলোয়াড়ের মতো আমারও স্বপ্ন ছিল একদিন বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।’

এ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৯৫ ম্যাচে রেকর্ড ১১৪ গোল করেছেন মেসি। ২০২৬ বিশ্বকাপে খেললে এটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ অংশগ্রহণ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com