রানীশংকৈল থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের নেতা গ্রেফতার
আবুল কালাম আজাদ (ঠাকুর গাঁও) রাণীশংকৈল থেকে-
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার থানা পুলিশের অভিযানে,শনিবার ভোর রাতে দুই জন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকারীরা হলেন ছাত্রলীগ নেতা- স্বাধীন বসাক (৩০), পিতা-বিষ্ণু বসাক, সাং-বন্দর চৌরাস্তা ও যুবলীগ নেতা মো: লুৎফর রহমান,(৫৫) পিতা- মো: ইসলাম উদ্দিন, সাং- দোশিয়া। পরে রাণীশংকৈল থানার মামলায় -বিস্ফোরক দ্রব্য আইন ১৯৮০ এর – ৪ ধারা অনুযায়ী , সন্ত্রাস বিরোধী আইনে আদালতে পাঠানো হয় ।