1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ২:৫৬|

রুশ ড্রোন রোমানিয়ায় আকাশে, রাষ্ট্রদূতকে তলব

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

রোমানিয়ার আকাশসীমায় রোববার রাশিয়ান ড্রোন অনুপ্রবেশের ঘটনার প্রেক্ষিতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে রোমানিয়া।রোমানিয়ার প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনে হামলার সময় একটি রুশ ড্রোন দেশটির আকাশ সীমায় ঢুকে পড়ে। রোমানিয়া এই ড্রোন অনুপ্রবেশের প্রতিবাদ জানিয়েছে।

ন্যাটোর সহযোগী সদস্য পোল্যান্ড জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ শুরু করার সময় তাদের আকাশসীমা লঙ্ঘনকারী রাশিয়ান ড্রোনগুলোকে তারা গুলি করে ভূপাতিত করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রেমলিনকে রোমানিয়ার ধৈর্যের ‘পরীক্ষা’ করার এবং অনুপ্রবেশের মাধ্যমে পোল্যান্ডসহ গোটা বাল্টিক অঞ্চলে ‘যুদ্ধ ছড়িয়ে দিতে’ চায় বলে অভিযোগ করেছেন।

এর আগে রবিবার ন্যাটো সদস্য রোমানিয়া বলেছে, মস্কোর পদক্ষেপ কৃষ্ণ সাগরের নিরাপত্তার জন্য একটি ‘নতুন চ্যালেঞ্জ’ তৈরি করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ওয়ানা তোইউ জানান, শনিবারের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় বুখারেস্টে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির লিপায়েভকে মন্ত্রণালয়ে তলব করা হবে।

গতকাল রবিবার সন্ধ্যায় ওই বৈঠকের পর, মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রোমানিয়া ‘এই অগ্রহণযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন’ কাজের বিরুদ্ধে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে, যা (তার) সার্বভৌমত্বের লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই ধরনের পুনরাবৃত্তিমূলক ঘটনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বৃদ্ধিতে প্রসারে অবদান রাখে।’

বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতে (আকাশ সীমা) যে কোনো লঙ্ঘন রোধ করার জন্য মস্কোকে ‘জরুরিভাবে’ অনুরোধ করা হয়েছে। গত সপ্তাহে, পোল্যান্ড তার আকাশসীমায় রাশিয়ান ড্রোনের অনুপ্রবেশের নিন্দা জানিয়ে মস্কোকে পরিবর্তীতে যে কোন ধরনের ‘উস্কানি’ এড়ানোর আহ্বান জানিয়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল রবিবার অনলাইনে এক পোস্টে রোমানিয়ার ড্রোন ঘটনাকে ‘ইইউ ও ন্যাটোর ঘনিষ্ঠ অংশীদারের সার্বভৌমত্বের আরেকটি অগ্রহণযোগ্য লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com