1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০১|

সর্বোচ্চ রানের দোরগোড়ায় লিটন সাকিবকে ছাড়িয়ে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

টি–টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হওয়ার দারুণ এক সুযোগের সামনে দাঁড়িয়ে আছেন লিটন দাস। আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে গ্রুপ–‘বি’তে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে মাত্র ২৮ রান করলেই সাকিব আল হাসানকে টপকে যাবেন এই ডানহাতি ওপেনার।

বর্তমানে রেকর্ডটি রয়েছে সাকিবের দখলে। ২০০৬ সালে অভিষেকের পর থেকে ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে তার সংগ্রহ ২ হাজার ৫৫১ রান। অন্যদিকে, ২০১৫ সালে টি–টোয়েন্টিতে অভিষেক করা লিটন এখন পর্যন্ত ১১২ ম্যাচের ১১০ ইনিংসে করেছেন ২ হাজার ৫২৪ রান।

সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন লিটন। শেষ পাঁচ ইনিংসের মধ্যে তিনটিতেই পেয়েছেন হাফ–সেঞ্চুরি। এর মধ্যে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে ৭৩ রানের ইনিংস খেলে ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক পূর্ণ করেন তিনি। এর মাধ্যমে সাকিবের (১৩টি) রেকর্ড ভেঙে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফিফটির মালিক হন লিটন।

শুধু তাই নয়, চলতি এশিয়া কাপেই আরেকটি রেকর্ড গড়েছেন তিনি। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কার রেকর্ড (৭৭টি) ভেঙে লিটন হয়ে গেছেন বাংলাদেশের টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক। ১১২ ম্যাচে তার ছক্কার সংখ্যা এখন ৭৮।

সব মিলিয়ে, দুর্দান্ত ছন্দে থাকা লিটন দাস আজ আফগানিস্তানের বিপক্ষে নামলেই গড়তে পারেন আরেকটি বড় মাইলফলক—টি–টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com