1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৯:২৬|

‘স্বামীর আরেক বউ আছে বিয়ের পরে জানতে পারি’

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

২০১৭ সাল থেকে ছোট পর্দায় অভিনয় করছেন মিহি আহসান। অল্পতেই অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কয়েকবার বেশি আলোচনা শুরু হয় তাকে নিয়ে।

মিডিয়ায় আসার আগেই জাহাঙ্গির কামাল চৌধুরী শুভ নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি। ক্যারিয়ারের খাতিরে সেই খবর গোপন রেখেছিলেন। তাদের একটি পুত্রসন্তানও আছে।

টেলিভিশরের পর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছেন এই অভিনেত্রী তবে পর্দার বাইরে তার বাস্তব জীবন বেশ কঠিন ও তিক্ততায় পূর্ণ। সেই গল্পই শেয়ার করলেন গণমাধ্যমে।

মিহি বলেন, মানুষ দেখে মনে করে আমি খুব শক্ত, কিন্তু বাস্তবে আমি ভীষণ নরম। নিজেকে শক্তিশালী মনে করলেও ভেতরে আমি খুব দুর্বল।একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি। আমি চাই না কেউ আমার দুর্বল দিকটা দেখুক, তাই সবসময় হাসি দিয়ে সেটা ঢেকে রাখি। এই হাসিটা অনেক সময় ভেতরের ব্যথা লুকানোর একটি মাধ্যম। হয়তো এ কারণে মানুষ আমাকে ‘সাইলেন্ট স্ট্রং’ বলে—নীরবে শক্তিশালী। তবে সত্যি বলতে, আমি খুব সংবেদনশীল। আমার মনের ভেতরে অনেক ভাঙন, অনেক দুঃখ, কিন্তু আমি তা প্রকাশ করি না। নিজের ভেতরের শান্তি রাখাটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি বিয়ের পরে জানতে পারি, আমার প্রাক্তন স্বামী এরই মধ্যে আরেকজনকে বিয়ে করেছে। তখন মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। আমি কাউকে কিছু না বলে চুপচাপ সরে যাই। কোনো নাটক করি না, কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করি না। শুধু চেয়েছি নিজেকে সামলে নিতে। মানুষ বুঝতে পারে না, সে সময় কতটা ভেতরে কষ্টে ভেঙে পড়েছিলাম। কিন্তু আমি জানতাম, নিজের জীবনের নিয়ন্ত্রণ আমার হাতেই থাকতে হবে।

তিনি আরও বলেন, মাত্র ১৮ টাকা কাবিনে বিয়ে করেছিলাম। তখন আমি ছোট, বুঝিনি কিছু। এখন মনে হয়—এটাও ছিল এক ধরনের অসম্মান। ভালোবাসা থাকলে কাবিনের মূল্য টাকা দিয়ে মাপা যায় না, তা বিশ্বাস দিয়ে হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com