1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| মঙ্গলবার| সকাল ৬:২৬|

বাংলাদেশের সমর্থকরা লাল-সবুজ জার্সিও পরতে পারবেন না ভারতে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্তে অনড়। বাংলাদেশ চায় বিকল্প দেশের ভেন্যুতে খেলতে। তবে আইসিসি এখনও তাতে সায় দেয়নি।

এরই মধ্যে নতুন খবর। আইসিসির নিরাপত্তা দল ভারতে বাংলাদেশকে তিনটি কারণে ঝুঁকির কথা জানিয়েছে। যার মধ্যে প্রথম কারণ, মোস্তাফিজুর রহমান দলে থাকা। অর্থাৎ প্রকারান্তরে মোস্তাফিজকে বাদ দেওয়ার সুপারিশ।

বাকি দুই ঝুঁকির একটি হলো-বাংলাদেশের জার্সি পরে দর্শকদের চলাফেরা। অপরটি, নির্বাচন যত ঘনিয়ে আসবে, নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে বলে জানিয়েছে আইসিসির সিকিউরিটি টিম।

অর্থাৎ আইসিসির সিকিউরিটি টিমের চিঠিতেই পরিষ্কার, ভারতের মাটিতে এখন বাংলাদেশের খেলতে যাওয়া কোনো বাস্তবতাতেই নিরাপদ নয়।

ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্যই প্রমাণ করে যে বর্তমানে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতি নেই।

আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল তৈরি করা বা সমর্থকদের জার্সি পরতে বাধা দেওয়া— এমন উদ্ভট ও অবাস্তব প্রত্যাশা হতে পারে না।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com