1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| মঙ্গলবার| সকাল ৬:৩০|

বাবার কবরের পাশে চিরনিদ্রায় সাংবাদিক রিপন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ছগির হোসেন//

পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের সভাপতি এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের পটুয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদ রিপনের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে এতিমখানা কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) রাতে কলাপাড়ায় নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাংবাদিক জাহিদ রিপন স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ছিলেন আপসহীন।

তাঁর পেশাদারিত্ব, সততা ও সাহসী ভূমিকা সাংবাদিক সমাজে প্রশংসিত ছিল।সহকর্মীদের মতে, তাঁর কর্মজীবন নবীন সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

জাহিদ রিপনের মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক মহল পৃথক বিবৃতিতে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com