1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| মঙ্গলবার| সকাল ৮:০২|

ঢাকায় পৌঁছেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি সূত্র আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার এক ফেসবুক পোস্টে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে রাষ্ট্রদূত নিয়োগের তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

পোস্টে ঢাকাস্থ মার্কিন দূতাবাস লেখেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দিত।’

ব্রেন্ট ক্রিস্টেনসেনের উদ্ধৃতি দিয়ে পোস্টে বলা হয়, ‘যে দেশটির সাথে আমি (ব্রেন্ট ক্রিস্টেনসেন) খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com