1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৩:০৮|

কলাপাড়ায় বাস চাঁপায় শ্রমিকলীগ সভাপতির মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

ছগির হোসেন কলাপাড়া থেকে। পটুুয়াখালীর কলাপাড়ায় বাস চাপায় গুরুতর আহত চাকামইয়া ইউনিয়নের শ্রমিকলীগ সভাপতি মো. রফিকুল ইসলাম হাওলাদার (৪০) ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) কলাপাড়া -কুয়াকাটা মহাসড়কের সিক্সলেন সংলগ্ন এলাকায় কুয়াকাটা -বরিশালগামী রুদ্র-তুর্য্য বাস তাকে চাঁপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। সেখানে সে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৯ অক্টোবর) রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।

সে উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামের মো. জলিল হাওলাদারের ছেলে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ কিংবা মামলা করতে আসেনি। তবে বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন বলে জানান।
##

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com