
কলাপাড়ায় ৬ ডাকাত দলের সদস্য আটক।।
ছগির হোসেন।।,পটুুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামে বুর্জোগ আলী মৃধার বাড়ী থেকে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে তাদের আটক করা হয়।
এরা হলো কাশেম মৃধা (৪০), রাকিবুল খান (২৩) শফিক গাজী (২৮) রাহাত ফকির (২৭) ছগির হাওলাদার (৩৩) ও মনির ডাকুয়া (২৮)।
কাশেম মৃধা এবং রাকিবুল খানের বাড়ী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে। এছাড়া অন্যান্যদের বাড়ী বরগুনার আমতলী উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে গামইরতলা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. রাসেল হাওলাদারের বাড়ীতে মুখোশ পরিহিত ৭/৮ জনের একদল ডাকাত ঘরের জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এসময় কোন কোন সদস্যকে মারধরও করেছে বলে জানা গেছে। ডাকাতরা ওই বাড়ী থেকে দুই ভরি ওজনের স্বর্নালংকার ও নগদ দু’লক্ষাধিক টাকা লুট করে নেয়।
এদিকে, ডাকাতদলের সদস্যরা ওই বাড়ীতে ডাকাতি করে বুর্জোগ আলী মৃধার বাড়ীতে আশ্রয় নেয়। ডাকাতির সাথে বুর্জোগ আলীর মৃধার ছেলে কাশেম মৃধা জড়িত রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে বুর্জোগ আলীর বাড়ীতে অচেনা লোকজনের আনাগোনা থাকায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ওই বাড়ী থেকে ডাকাত দলের ৬ সদস্যদের আটক করে।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন’ ছয় জন ডাকাতকে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন আছে।
##