1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ১:৫৮|

কুয়াকাটায় সিমেন্টের ভিম ভেঙ্গে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু।।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

কুয়াকাটায় সিমেন্টের ভিম ভেঙ্গে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু।।

ছগির হোসেন কলাপাড়া থেকে।

পটুয়াখালীর কুয়াকাটায় দোকানের সার্টার লাগাতে গিয়ে সিমেন্টের ভিম ভেঙ্গে মাথায় পড়ে মো. আবু বক্কর (৪২) ও মো.কামাল (৪০) নামের দুই শ্রমিক ঘটনাস্থলেই মৃত্যুবরন করেছে । সোমবার দুপুর ১২ টার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর কুয়াকাটা পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। কামাল একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসে রাখাইনের দোকানের সার্টার লাগাতে আসেন। এসময় পুরনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের সিমেন্টের ভিম ভেঙ্গে তাদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

মহিপুর থানার ওসি তদন্ত মো. নোমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে । লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
##

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com