1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১০:৩২|

মুখিয়ে আছেন মেসি ভারতে আসার জন্য

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

আগেই গুঞ্জন উঠেছিল, এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন লিওনেল মেসি। ব্যক্তিগত সফরে আগামী ডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

প্রায় দেড় দশক পর আবার এশিয়ার দেশটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই তারকা।
৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ড বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মেসি লিখেছেন, ‘এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত। কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি ও সম্ভবত আরও একটি শহরের আইকনিক স্টেডিয়ামে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপে অংশগ্রহণ এবং দাতব্য উদ্যোগ উন্মোচন করাটা হবে আনন্দের। এই ইভেন্টগুলোর টিকিট শুধুমাত্র জেলা অ্যাপে পাওয়া যাবে। ভারতের সবচেয়ে বড় তারকাদের ও শীর্ষ ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারাটাও হবে সম্মানের। ’

আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসি। আয়োজকদের ঘোষণানুসারে আগামী ১২ ডিসেম্বর কলকাতায় পা রাখবেন তিনি। এরপর সফরের অংশ হিসেবে যাবেন আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি। সফরসূচিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।

ভারতে মেসির সর্বশেষ সফর ছিল ২০১১ সালে। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি।

এদিকে আগামী নভেম্বরে ভারতের কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সেই সফরে মেসি দলের সঙ্গে থাকবেন কি না কিংবা খেলবেন কি না, তা এখনও নিশ্চিত হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com