1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:২৭|

সমালোচিত ডা. সাবরিনা গরুর হাটে গিয়ে বেকায়দায়

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক//

বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নাম ডাক্তার সাবরিনা। পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত তিনি। বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তা-ই নয়, শোবিজের নানা অনুষ্ঠানেও ইদানীং তাকে দেখা যায়।

সাবরিনা ট্রেন্ডিং বিষয়গুলোকে মাথায় রেখেই ভাইরাল হওয়ার চেষ্টা করেন। এক্ষেত্রে সহায়তা নেন কন্টেন্ট ক্রিয়েটরদের। তিনি কোথাও যাবেন, ফোন করে জানিয়ে দেন কন্টেন্ট ক্রিয়েটরদের। ফলে সাবরিনা যেখানেই যান, এই কন্টেন্ট ক্রিয়েটররা সেখানে হাজির হন।

তবে গরুর হাটে গিয়ে সাবরিনার অভিজ্ঞতা ভালো হলো না। রীতিমতো হেনস্থার কবলে পড়েছিলেন এই চিকিৎসক। ডা. সাবরিনাকে দেখা গেল একটি গরুর হাটে। সেখানে তিনি গরু দেখছিলেন।

এসময় কন্টেন্ট ক্রিয়েটররা তাকে নানা প্রশ্ন করছিলেন, তিনি সেসবের উত্তর দিচ্ছিলেন। একটি কালো রঙের বড় গরু দেখতে পান, সে গরুর ব্যাপারির সঙ্গে আলোচনা শুরু করেন। এ সময় তিনি বলে ওঠেন আমার নানি বাড়ির এলাকার গরু এটি।

তিনি উট কিনতে গিয়েছেন কি না, মামুন, লায়লা নামের গরু কিনতে গিয়েছেন কি না, এসব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। কন্টেন্ট ক্রিয়েটররাও অনবরত প্রশ্নোত্তর পর্ব চালাতে গিয়ে গরুর ব্যাপারীরা বেকায়দায় পড়েন।

গরুগুলো অস্থির হয়ে যাচ্ছিল। এসময় ব্যাপারীরা তাকে সরিয়ে দিতে ধরলে ডা. সাবরিনা বেকায়দায় পড়ে যান, রীতিমতো হেনস্থার কবলে পড়েন। পড়ে স্বেচ্ছাসেবীরা তাকে সেখান থেকে বের করে আনেন।

সম্প্রতি নাটকেও অভিনয় করেছেন ডা. সাবরিনা। ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এরপর রাজনীতিতে নাম লেখান সাবরিনা।

করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার অভিযোগে বেশ আলোচিত ছিলেন ডা. সাবরিনা। মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণার তালিকায় ছিল সাবরিনা শারমিন চৌধুরী ও তার স্বামী জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীর নাম।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করেই প্রতিষ্ঠানটি ১৫ হাজার ৪৬০ জনকে করোনার টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করেছিল। সেই মামলায় জেলও খেটেছেন ডা. সাবরিনা

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com