1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ২:২৬|

১৭ বিয়ে: বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

চাকরির সুবাদে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী বিভিন্ন জেলায় বদলি হয়েছেন। অভিযোগ উঠেছে, সরকারি পদমর্যাদা ব্যবহার করে তিনি একটি বা দুটি নয়, ১৭টি বিয়ে করেছেন। এমনকি যৌতুকের জন্য স্ত্রীদের ওপর নির্যাতন চালাতেন।

এ নিয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিক স্ত্রী অভিযোগ দিয়েছিলেন। বিষয়টি জানাজানি হলে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। অসদাচরণের অভিযোগে গতকাল মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে।

একইসঙ্গে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

বন কর্মকর্তা কবির হোসেনের বিচার দাবিতে বরিশালের মানুষ মানববন্ধন করেন। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন স্বজনরা। এদিকে, মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com