
সংবাদ ডেস্ক//
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, যত ষড়যন্ত্রই হোক না কেন, গুম-খুনের বিচার হবেই। রোববার (৪ জানুয়ারি) গুমের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে গুম-খুনের যে মহাকাব্যিক যাত্রা শুরু হয়েছিল এরমধ্যে নিষ্ঠুরতম ব্যক্তি হচ্ছে জিয়াউল আহসান। তার বিরুদ্ধে শত শত মানুষকে গুম ও হত্যার অকাট্য প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে।’
তাজুল ইসলাম বলেন, ‘জাতির স্বার্থে, মানবতার স্বার্থে এই নিষ্ঠুরতম খুনির বিচার করতে হবে। তা না হলে মানবতা ভূলুণ্ঠিত হবে। রাষ্ট্র ব্যবস্থা ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে।’
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা বুঝতে পারছি আসামিপক্ষ নানা ধরনের পরিকল্পনার মাধ্যমে বিচারকে পিছিয়ে দেওয়ার, বিচারটা যাতে না হয় সেই ধরনের চেষ্টা করবেন। কিন্তু আইনের হাত অনেক লম্বা।
ন্যায় বিচারের ব্যাপারে রাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ, প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ। আদালত ন্যায় বিচার করার ব্যাপারে দায়বদ্ধ। সুতরাং এই বিচার অবশ্যই হবে এবং ন্যায় বিচার হবে।’