1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| মঙ্গলবার| সকাল ৬:৩০|

মেঘনা নদীতে ৩০০ মণ লবণসহ ট্রলারডুবি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ এমভি দিলোয়ারা-৩ নামে একটি কাঠের ট্রলার ডুবে গেছে।

তবে এ সময় ট্রলারের মাঝিসহ সাতজন শ্রমিক নিরাপদে তীরে উঠে আসেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

ট্রলারে থাকা মাঝি ও শ্রমিকরা জানান, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে লবণ নিয়ে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশে রওনা করেন। রাতে ঘন কুয়াশার কারণে ভোলার মেঘনা নদীতে অন্যান্য কার্গো জাহাজের সঙ্গে তাদের লবণবোঝাই ট্রলারটিও মাঝ নদীতে নোঙ্গর করে রাখেন।

ভোর রাতের দিকে অজ্ঞাত একটি কার্গো জাহাজ ট্রলারটির পাশে ধাক্কা দিয়ে চলে যায়। পরবর্তীতে তারা দেখতে পান তাদের ট্রলারে পানি ডুকছে এবং বোটের প্রায় ৯৫ ভাগ ডুবে যায়। পরবর্তীতে বোটে থাকা মাঝিসহ অন্যান্য শ্রমিকরা নৌকায় উঠে তীরে চলে আসেন।

ক্ষতিগ্রস্ত ট্রলারের মাঝি মো. বিল্লাল হোসাইন বলেন, বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ৩০০ মণ লবণ বোঝাই করে চট্টগ্রাম চ্যানেল দিয়ে ভোলার মেঘনা নদী হয়ে খুলনা যাওয়ার পথে আমাদের ট্রলারটিকে একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। এতে ট্ররারটির একপাশ ফেঁটে যায় এবং পরবর্তীতে বোটটি ডুবে যায়।

এ ঘটনায় কোনো হতাহত না হলেও আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভোলা সদরের ইলিশা নৌ-থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি।

ট্রলারটি বর্তমানে তুলাতুলি নদীর তীরের কাছাকাছি রয়েছে। ট্রলারে থাকা লবণ গলে পানির সঙ্গে মিশে গেছে। বর্তমানে ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com