1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৪:২৬|

ইরানে হামলার যৌক্তিকতা নেই: পুতিন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক //

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে বলেছেন, ইরানের ওপর যেসব হামলা হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি বা যুক্তি নেই।

বৈঠকের শুরুতে পুতিন বলেন, রাশিয়া ইরানি জনগণের পাশে আছে এবং তাদের সহায়তা করতে প্রস্তুত।

এ সময় আরাগচি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা করার জন্য পুতিনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রাশিয়া ‘ইতিহাসের সঠিক স্থানে’ দাঁড়িয়ে আছে।

আরাগচি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পুতিনের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে ক্রেমলিন বলছে, যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মাধ্যমে এই সংঘাতে আরও বেশি পক্ষকে জড়িত করেছে এবং পরিস্থিতিকে নতুন করে আরও উত্তপ্ত করে তুলেছে।

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা কী হয়েছে এবং সেখানে কোনো তেজস্ক্রিয় ঝুঁকি রয়েছে কি না, এখনো তা স্পষ্ট নয়।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিষয়টি জানাননি, যদিও তারা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক জড়িত থাকার ব্যাপারে সাধারণ আলোচনা করেছিলেন।

রাশিয়া এখন কী করতে প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে পেস্কভ বলেন, মস্কো মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, আর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে, ইরান কী চায় তার ওপর।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com