1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:১১|

এখনো মব জাস্টিস চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

ঢাকায় মব জাস্টিস কমলেও আশপাশের এলাকায় এখনো চলছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী৷ তবে সরকার তা কমাতে চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সভায় ‘মব জাস্টিস’ (দলবদ্ধ বিশৃঙ্খলা) নিয়ে কী আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মব জাস্টিস কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমি বলব না যে মব জাস্টিস এলিমিনেট (বন্ধ) হয়ে গেছে। এখনো মব হচ্ছে, যেমন কিছু দিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকাতে মব জাস্টিস কমেছে। কিন্তু আশেপাশে দুই-একটা মব জাস্টিস হয়েই যাচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা কমিয়ে আনা যায়।

গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে এক রিকশাচালক ‘মব জাস্টিস’র শিকার হয়েছেন এবং পুলিশ ধরে একটি মামলায় আদালতে পাঠিয়ে দিয়েছে। ঢাকাতেও ‘মব জাস্টিস’ বন্ধ করা গেল না, আপনাদের কোনো নির্দেশনা ছিল কি না, সেখানে কোনো সাধারণ মানুষ ফুল দিতে পারবে না—এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে। এরপর তো আমাদের আর কোনো কথা নেই।

তিনি বলেন, ফুল দেওয়া নিয়ে কোনো নির্দেশনা ছিল কি না আমি জানি না। এ ব্যাপারে আপনারা (সাংবাদিক) ভালো বলতে পারবেন। আমাদের নির্দেশনা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

রিকশাচালক গ্রেপ্তারের বিষয়ে যে তদন্ত করার নির্দেশ ছিল সেটার রিপোর্ট কি পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, না সে রিপোর্ট এখনও পাইনি।

চাকরিবিধি অনুযায়ী ১৮ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীতে কি এরকম আরও ব্যবস্থা নেবেন—জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা চলমান প্রক্রিয়া। ৬০ কর্মদিবসের বেশি অনুপস্থিত থাকলে বরখাস্ত করে দেয়, এটা চলমান প্রক্রিয়া চলতেই থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com