1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৩:০৫|

কলাপাড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

ছগির হোসেন, কলাপাড়া//

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৭ মে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জীন খালে ভেসে থাকা লাশ দেখতে পায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ময়লা ফেলতে গেলে লাশটি পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। পরে কলাপাড়া থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

লাশটি প্রায় ৩০ বছর বয়সী এক নারীর বলে ধারণা করছে পুলিশ। তার পরনে ছিল লাল ও খয়েরি রঙের মেক্সি। তবে দীর্ঘসময় পানিতে থাকায় লাশটি বিকৃত হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশ পোকায় খেয়ে ফেলায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের মতে, খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ থাকায় মরদেহের পচনের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং এর উৎস খুঁজতে গিয়েই লাশের সন্ধান মেলে। কেউ হয়তো পরিকল্পিতভাবে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে গেছে।

কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে এই নারী, কীভাবে বা কেন তাকে হত্যা করা হলো—তা ঘিরে রহস্য তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com