1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৪:৫০|

কলাপাড়ায় ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক ।।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

ছগীর হোসেন কলাপাড়া থেকে। বাংলাদেশর জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। মংগলবার বিকালে নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস “শহীদ আকতার উদ্দিন” নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটা থেকে অন্ততঃ ৭০ নটিক্যাল মাইল গভীরে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের বাড়ী ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে। বুধবার সকাল দশটায় পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম।

বুধবার দুপুরের দিকে ট্রলি জাহাজ সহ জেলেদের কলাপাড়া থানায় সোর্পদ করা হয়। তবে আটককৃত জেলেরা সকলেই ভারতের পশ্চিমবাংলার বলে সকলেই বাংলা ভাষায় কথা বলতে পারে। বর্তমানে সবাই সুস্থ রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার মো.মশিউল ইসলাম বলেন, আটককৃত জেলে ও জাহাজ দুটি জয় জগন্নাথ, মা বাসন্তী বুধবার( ১৬ অক্টোবর) কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগরে ২২ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় নৌবাহিনীর সদস্যরা সাগরে নিয়মিত টহল অব্যাহত রেখেছে। এসময় বিষয়টি তাদের নজরে আসে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, দু’টি ভারতীয় ট্রলি জাহাজ সহ ৩১ জন জেলে বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এদের আদালতে সোর্পদ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
##

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com