
ছবুর হোসেন, বরিশাল//
বরিশালের কাউনিয়া ব্রাঞ্চ রোডের সেকশন মাঠ রক্ষা ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই ) সকালে বরিশাল শহরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ‘বরিশালের সচেতন নাগরিকবৃন্দ’।
এ সময় বক্তারা বলেন, সেকশন মাঠটি এলাকার শিশু-কিশোর ও সাধারণ মানুষের খেলাধুলা ও শরীরচর্চার একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি কেবল একটি খেলার মাঠই নয়, বরং এলাকাবাসীর ফুসফুসের মতো একটি খোলা পরিবেশ, যা অপরিকল্পিত উন্নয়নের কারণে হুমকির মুখে পড়েছে। তারা মাঠ রক্ষা করে বরিশালের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও মুক্ত পরিসর নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী-শিশু এবং শিক্ষার্থীরা। বক্তারা সেকশন মাঠের যেকোনো ধরনের দখল বা স্থাপনা নির্মাণের প্রচেষ্টাকে রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।