1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:৫৪|

খুলনার  তেরখাদা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার ২ আসামী গ্রেফতার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান এর নেতৃত্বে সংগীয়  এস আই হাসানুজ্জামান ও  অফিসার ফোর্স নিয়ে খুলনা জেলার  তেরখাদার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার ২ আসামীকে গ্রেফতার করেন।  পুলিশ জানায়, গত ২০ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে  তেরখাদা থানাধীন তেরখাদা সুপর মার্কেটের সামনে হতে  এস এম ফজলে রাব্বী বাঁধন (৩৩) , সাবেক সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শাখা , ছাত্রলীগ (গাজীপুর) , পিতা-মৃত শেখ আকরামুজ্জামান , সাং-কুশলা , থানা- তেরখাদা , জেলা –খুলনাকে গ্রেফতার করা হয়।  অপরদিকে  থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে সংগীয় দারোগা হাসানুজ্জান ও  অফিসার ফোর্স নিয়ে  তেরখাদা থানাধীন আদমপুর গ্রাম এলাকা থেকে ২১ ফেব্রুয়ারি রাত  অনুমান ২ টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে  মোঃ বদরুল আলম (৪০) , সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড, তেরখাদা ইউপি, আওয়ামীলীগ, পিতা-মৃত মোঃ মাজেদ মোল্যা , সাং-আদমপুর, থানা- তেরখাদা , জেলা –খুলনাকে গ্রেফতার করা হয়। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান , উভয় আসামীকে  তেরখাদা থানার এফআইআর নং-৬ , তারিখ- ১৭ জানুয়ারি , ২০২৫ , জি আর নং-৬ , তারিখ- ১৭ জানুয়ারি, ২০২৫ , ধারা- ৩/৪/৫ The Explosive Substances Act , 1908  তৎসহ ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৪/১১৪/৫০৬ পিসি। মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com