1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:৪১|

গৌরনদীতে জেলা প্রশাসকের বিভিন্ন সেবামুলক কার্যক্রম পরিদর্শন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

গৌরনদীতে জেলা প্রশাসকের বিভিন্ন সেবামুলক কার্যক্রম পরিদর্শন

,এ,এস,মামুন।। বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন এবং মডেল পাঠাগার ও গৌরনদী ক্লাব এন্ড সোসাইটির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

মঙ্গলবার সকাল দশটার দিকে প্রথমেই বাটাজোর ও গৌরনদী বন্দরে কৃষক কর্ণারের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের পরিদর্শন করা হয়। এরপরই গৌরনদী মডেল থানা, পৌরসভার কার্যক্রম পরিদর্শন ও গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একদিনে নামজারী সেবা গ্রহিতাদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় সেবা গ্রহিতাদের হাতে একদিনে সম্পন্ন নামজারির কাগজ তুলে দেন এবং কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিকেলে মডেল পাঠাগার ও গৌরনদী ক্লাব এন্ড সোসাইটির উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com