1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৩৪|

গৌরনদীতে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে,হত্যার হুমকিও মোটরসাইকেল ভাংচুর।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশালের গৌরনদীর ঐতিহ্যবাহী টরকি বন্দরে খাল ভরাট করে অবৈধ দোকান, বসতবাড়ি উচ্ছেদ করে  নদীর পুনঃ খনন কাজের জন্য গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে  দায়িত্ব দেওয়া গৌরনদী উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম কে, গত ২৭/০১/২০২৫ ইং থেকে ০৫/০২/২০২৫ ইং পযন্ত কাজ চলে। বৃহস্পতিবার ১৩/০২/২৫ সকাল  ৯.১৫ মিনিটে উপজেলা জাতীয় মহিলা সংস্থার অফিসের সামনে  রাখা মোটরসাইকেল ভাংচুর করে  ও তার পরিবার কে হত্যার হুমকির বার্তা লেখা চিরকুট মোটরসাইকেলে রেখে গেছেন  কে কাহারা, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা জানান সত্যের পথে আছি ইনশাআল্লাহ সত্যের পথেই থাকবো, নদী খননের খেসারত হিসেবে পাওনা লেখা।  এব্যাপারে  উপজেলা নির্বাহী অফিসার  মহোদয় এর কাছে অভিযোগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com