1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৩:৩৮|

গৌরনদীর টরকীতে বহুল প্রতিক্ষিত খাল খননের উদ্বোধণ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

এ এস,মামুন।। বহুল প্রতিক্ষিত বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার টরকী-সাউদের খাল ও টরকী-বাশাইল খাল খননের উদ্বোধণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন, পৌরসভা ও স্থানীয়দের উদ্যোগে আজ সোমবার সকালে খাল খননের উদ্বোধণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান প্রমূখ।

উল্লেখ্য, টরকী-সাউদের খাল ও টরকী-বাশাইল খাল দুইটির মোহনা থেকে প্রায় এক কিলোমিটার এলাকা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মান করে দখল করে রেখেছিলো স্থানীয় কতিপয় প্রভাবশালীরা।

দীর্ঘদিন থেকে এলাকার চাষীরা জনগুরুত্বপূর্ণ এ খালটি দখলমুক্ত করে খননের দাবি করে আসলেও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের প্রভাবে তা আর আলোর মুখ দেখেনি।

ফলে খালের আওতাভূক্ত হাজার হাজার হেক্টর জমি পানির অভাবে অনাবাদি ছিলো।

অবশেষে চাষীদের কথা চিন্তা করে উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেনের আন্তরিকতায় অবৈধ দখলদার মুক্ত করে খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়।

যেকারণে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com