1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:৩২|

জীবনের যে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন কোয়েল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

কোয়েল মল্লিক, টলিউডে একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। ক্যারিয়ার শুরুর পর কোনও দিন ফিরে তাকাতে হয়নি তাকে।

জীবনে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বরাবরই সচেতন থাকতেন তিনি।
কোয়েল মল্লিক প্রথম থেকেই চেয়েছিলেন সুন্দর ক্যারিয়ার তৈরি করতে। কিন্তু কোথাও গিয়ে যেন বাবার পরিচয়ে নয়, তিনি চেয়েছিলেন, অভিনয় গুণে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে। করেছিলেনও ঠিক তাই।

কিন্তু ক্যারিয়ারের মধ্য গগনে থাকার সময়ই জীবনের এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। রাতারাতি স্থির করেছিলেন বিয়ের পিঁড়িতে বসবেন। বাড়ি থেকে বারে বারে তাকে চাপ দেওয়া হয়েছিল একটা সময়।

কোয়েল মল্লিক বিন্দুমাত্র সেই বিষয় নজর দিতে চাননি। ততদিনে তিনি নিসপাল রানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সে কথা পরিবারের সবার জানা ছিল। কিন্তু কেউ এই বিষয় কোনও মন্তব্য করতে চাননি। কারণ একটাই, কোয়েল নিজের মর্জির মালিক।

কোয়েল মল্লিক যতক্ষণ না পর্যন্ত নিজে স্থির করছেন, ততদিন পর্যন্ত তিনি কোনও মতেই বিয়ে করবেন না এটা সবার জানা ছিল। তবে একদিন ঘুম থেকে উঠে কোয়েল স্থির করেছিলেন তিনি বিয়ে করতে চান। এক সাক্ষাৎকারে সেই কাহিনি শেয়ার করেছিলেন কোয়েল।

ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল সাড়ে আটটা। হঠাৎ কোয়েল তার মাকে বলে বসেন, তিনি বিয়ে করতে চান। সবাই শুনে অবাক। কোয়েলের মা তাকে বিন্দুমাত্র সুযোগ দেননি দ্বিতীয়বার ভেবে দেখার। তিনি তাড়াতাড়ি পরিবারের বলেন। এরপরের ফোনটাই গিয়েছিল রানের কাছে। তিনিও তখন ঘুম থেকে ওঠেননি। হঠাৎই ফোনটা ধরে শোনে কোয়েল বিয়ে করতে চান। তিনি নিজেকে কিছুটা সামলে কোয়েলকে ফোন করেন, রীতিমত অবাক হয়ে বলেছিলেন, এত তাড়াতাড়ি? কোয়েল পাল্টা প্রশ্ন করেছিলেন, মানে…। এরপরই বেজেছিল তাদের বিয়ের সানাই।

প্রসঙ্গত, প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক ও প্রযোজক নিসপাল সিং রানে। ২০২০ সালের এপ্রিল মাসে তাদের ঘর আলো করে আসে পত্র সন্তান কবীর। এরপর গেল বছরের ডিসেম্বরে কন্যা সন্তান জন্ম নেয় তাদের সংসারে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com