1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৯:১১|

জুড বেলিংহ্যাম ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

চোট কাটিয়ে ফেরার পরও এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি জুড বেলিংহ্যাম। তবে গত মৌসুমে তার অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি মিলল এবার।

২০২৪-২৫ মৌসুমে ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রেয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
বুধবার ইংল্যান্ড ফুটবল সমর্থকদের ভোটে সেরা হওয়ার খবর জানায়। আর্সেনালের ডেক্লান রাইস দ্বিতীয় এবং বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন তৃতীয় হয়েছেন এই নির্বাচনে।

বিবেচিত সময়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আট ম্যাচ খেলেন বেলিংহ্যাম। গোল করেন একটি। অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির অধীনে ইউরোপের দ্বিতীয় সারি থেকে নেশন্স লিগের শীর্ষ সারিতে ফেরে ইংল্যান্ড। এরপর টমাস টুখেলের কোচিংয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করে তারা। এখন পর্যন্ত বাছাইপর্বে পাঁচ ম্যাচের সবগুলোতেই জিতেছে ইংলিশরা।

২২ বছর বয়সী বেলিংহ্যাম ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে খেলে এই পুরস্কার জেতা মাত্র দ্বিতীয় ফুটবলার। এর আগে ২০০৬ সালে বায়ার্ন মিউনিখে খেলার সময় ওয়েন হারগ্রিভস প্রথম এমন কীর্তি গড়েছিলেন।

গত জুলাইয়ে কাঁধে অস্ত্রোপচার করান বেলিংহ্যাম। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে সম্প্রতি রেয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে ফিরেছেন তিনি।

এর আগে গত বছর এই পুরস্কার জিতেছিলেন কোল পালমার। তারও আগে পরপর দুই বছর ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন বুকায়ো সাকা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com