1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:৪৩|

ডাচ বাংলা ব্যাংক বুথে দস্যুতা ও একাধিক চুরির মূল হোতা জাহিদ সরদার গ্রেফতার।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

পটুয়াখালী শহরের আদালতপাড়া বড় মসজিদসংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে দস্যুতা মামলার মূল হোতা ও দুর্ধর্ষ চোর জাহিদ সরদার (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সকাল ১১ টায় পটুয়াখালী সদর থানায় সংবাদ সম্মেলনে যানানো হয়, গত ১৬ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে বুথে দায়িত্ব পালনকালে সিকিউরিটি গার্ড মোঃমজিবুর রহমান সিকদার(৫৫) কে হাত বেঁধে ও মুখ ঢেকে এলোপাতাড়ি পেটায় দুর্বৃত্তরা। এতে তার কাঁধের হাড় ভেঙে যায়,বাম চোখ ও মাথায় গুরুতর জখম হয়। পরেপরবর্তীতে তাকে পুরাতন আদালত ভবনের বারান্দায় ফেলে রেখে যায়। এরপর বুথের এটিএম ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে মনিটরসহ কিছু মালামাল চুরি করে পালিয়ে যায়।

ভিকটিম নিজ উদ্যোগে মায়ো ক্লিনিকে গিয়ে জরুরী সেবা ৯৯৯ এ কল করলে পুলিশ উপস্থিত হয়ে আত্মীয়-স্বজনের সহযোগিতায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বেস্ট সিকিউরিটি লজিস্টিক সার্ভিসের অফিসার ইনচার্জ মো:মোয়াজ আহম্মেদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলা নং – ৪০। পুলিশ সুপার পটুয়াখালীর নির্দেশনায় সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান এবং প্রযুক্তি সহায়তায় ১৯ আগস্ট মৌকরণ বাজার এলাকা থেকে জাহিদ সরদার (২৮) কে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে সিসিটিভির মনিটর ২টি, ভিকটিমের ব্যবহৃত মোবাইল ১টি, দস্যুতার কাজে ব্যবহৃত সাবল ২টি, লুন্ঠিত নগদ ৫০০০/- টাকা, ঘটনার সময় আসামীর ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জেলার বিভিন্ন এলাকায় একাধিক চুরির কথা স্বীকার করেছে।
সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মোহাম্মদ শাকুর জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। অপরাধে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং যেই জড়িত থাকুক না কেন, আইনের আওতায় আনা হবে।

অফিসার ইনচার্জ পটুয়াখালী মো: ইমতিয়াজ আহমেদ বলেন, “চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের মাধ্যমে বাকি সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com