1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১০:১৯|

তারকাদের কার পছন্দ কোন খাবার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

তারকাদের জীবনযাত্রা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। তাদের পোশাক থেকে শুরু করে খাওয়া-দাওয়া সব ব্যাপারে আমজনতার আগ্রহ তুঙ্গে।

নিজেকে স্লিম ও ফিট রাখার জন্য অনেক সাধনা করে কড়া ডায়েটের মধ্যে নিজেদের বেঁধে রাখেন শোবিজেে নায়ক-নায়িকারা। অনেক সময় আবার নিয়ম ভেঙে তৃপ্তিতে পছন্দের খাবার খেয়েও থাকেন। দেখে নেওয়া যাক দেশীয় শোবিজের একঝাঁক তারকার পছন্দের খাবার গুলো।

শোবিজ তারকাদের পছন্দের খাবারের বিষয়টি নিয়ে কথা বলেছেন নাটক ও সিনেমার শুটিংয়ে খাবার সরবরাহ করা কালু মিয়া। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের পাশেই তার রয়েছে একটি খাবারের হোটেল।

এই কালু মিয়া ২০০৫ সালে বড় ভাইয়ের হাত ধরে এফডিসিতে আসেন। এরপর থেকেই শুটিংয়ে খাবার সরবরাহ করেন তিনি। এ কারণেই কোন নায়ক-নায়িকা কী খেতে পছন্দ করেন, সবই তার জানা আছে।

বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমকে কালু মিয়া বলেন, তারকারা আমাদের মতোই সাধারণ খাবার খেতে পছন্দ করেন। বিশেষ কিছুই খান না তারা। আমরা তো তাও ভাজা-পোড়া, হেভি খাবার খাই মাঝে মাঝে। তারা তাও খায় না। খুব সহজ খাবার তাদের। নায়িকারা আরও কম খায়, মোটা হয়ে যাবে এই ভয়ে!

তিনি জানান, ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রিয় খাবার হলুদ ছাড়া দেশি মুরগি, পাবদা মাছ আর চিংড়ি। ফেরদৌস, রিয়াজ, সাইমনের পছন্দ কালু মিয়ার কালাভুনার ভক্ত। নায়ক বাপ্পি চৌধুরী পছন্দ করেন সবজি। আরেক জনপ্রিয় নায়ক আরেফিন শুভর প্রিয় খাবার ডাল, আলুভাজি আর মাছ।

এদিকে এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুরের হাঁসের মাংস খুব পছন্দের খাবার। আর মৌসুমী খেতেন মাছ, দেশী মুরগি আর কালা ভুনা। চিত্রনায়িকা পূর্ণিমাও কালু মিয়ার কালাভুনার ভক্ত ছিলেন।

এই সময়ের চিত্রনায়িকা মাহিয়া মাহি বেশি ঝাল খেতে পছন্দ করেন। মাহির জন্য খাবার পাঠাতে হলে নাকি অতিরিক্ত মরিচ দিয়ে রান্না করতে হয় বলেই জানান কালু মিয়া।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com